শাবিপ্রবি প্রতিনিধি

১১ এপ্রিল, ২০১৭ ১৭:০৫

শাবিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই সাংবাদিকের উপর হামলার নির্দেশদাতা শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও হামলায় জড়িত ছাত্রলীগ কর্মীদের দ্রুত শাস্তি চেয়ে মুখে কাল কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চেতনা-৭১ এর সামনে শাবি প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শাবি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সাংবাদিকের উপর হামলার নির্দেশদাতা শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের দৃষ্টান্তমুলক শাস্তিসহ তার কর্মীদের স্থায়ী বহিষ্কার ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরনের দাবি জানান।

উল্লেখ্য, শনিবার (৮ এপ্রিল) এক স্কুল ছাত্রীকে লাঞ্ছনা ও মারধর করার ঘটনার প্রতিবাদ করায় এবং বখাটেদের ছবি তোলায় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস ও সহ-সভাপতি সৈয়দ নবীউল আলমকে পিটিয়ে আহত করে তার অনুসারীরা।


আপনার মন্তব্য

আলোচিত