সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৭ ২২:৫৭

কলেজে ভর্তি বাণিজ্য ঠেকাতে চট্টগ্রামে ছাত্রলীগের অভিযোগ বাক্স

কলেজে ভর্তি বাণিজ্য ঠেকাতে  চট্টগ্রাম নগরীর ছয়টি স্থানে অভিযোগ বাক্স বসিয়েছে মহানগর ছাত্রলীগ। অভিযোগ বাক্সে নগরীর সরকারি ও বেসরকারি কলেজগুলোর ভর্তি সংক্রান্ত অনিয়ম তথ্য প্রমাণসহ অভিযোগ আকারে ফেলার নির্দেশনা দেন ছাত্রলীগ নেতারা।

বুধবার (১০ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশ থেকে ছাত্রলীগ নেতারা এ নির্দেশনা দেন। ‘কলেজ ভর্তি দুর্নীতি’ রুখে দিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রলীগ সূত্র জানায়, অভিযোগ বাক্সগুলো চকবাজার এলাকার মতি টাওয়ার, নিউমার্কেটের ফুলকলি, প্রেসক্লাব এলাকায় বাতিঘর, জিইসি মোড়ে সানমার ওশান সিটি, আগ্রাবাদে হোটেল জামান এবং বহদ্দারহাট ওয়েলফুডে স্থাপন করা হয়েছে।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘আমরা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কলেজ ভর্তি বাণিজ্য প্রতিরোধে সম্পৃক্ত করতে চেয়েছি। এই লক্ষ্যে নগরীর ছয়টি স্থানে অভিযোগ বাক্স বসানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই শিক্ষার্থীরা সরকার নির্ধারিত তিন হাজার টাকা দিয়ে ভর্তি হোক।’

সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বলেন, ‘কোনও কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে উন্নয়ন ফি নিতে পারবে না। নগরীর সকল কলেজের ভর্তি কার্যক্রমে আমাদের নেতাকর্মীদের নজরদারি থাকবে।  অভিযোগ পেলে প্রশাসনকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিভাবকদের উদ্দেশ্যে এই ছাত্রলীগ নেতা বলেন, ‘অনলাইনে ভর্তি ফর্ম পূরণের সময় নানা কৌশলের আশ্রয় নিয়ে কলেজগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখুন। ল্যাপটপ, ট্যাব, মাল্টিমিডিয়ার স্বপ্ন দেখিয়ে কোনও কলেজ প্রচারণা করলে আপনাদের বুঝে নিতে হবে সেই কলেজটি আপনাকে প্রতারণার ফাঁদে ফেলছে।’

ভর্তি সংক্রান্ত যেকোনও অভিযোগ ছাত্রলীগের অভিযোগ বাক্সে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত