সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৭ ১৫:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালত অবমাননার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. হারুন-অর-রশিদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাই কোর্ট। একইসঙ্গে এ আদেশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিশ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রব চৌধুরী এবং তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন।

পরে গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার জন্য ২০১৬ সালের ২২ অগাস্ট হাই কোর্ট একটি রায় দেয়।

ওই রায় অনুসারে তাকে বেতন-ভাতা না দেওয়ায় গত ৪ জুন হাফিজুর রহমান আদালত অবমাননার আবেদন করেন। তার শুনানি নিয়ে মঙ্গলবার রুল জারি করেছে হাই কোর্ট।

আপনার মন্তব্য

আলোচিত