রাবি প্রতিনিধি

০৬ আগস্ট, ২০১৭ ০২:১১

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় বিভাগের সভাপতি ড. নাসিমা জামানের পদত্যাগ না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ জন শিক্ষক ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তারা বিভাগের সামনে অবস্থান ধর্মঘটও পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে ওই ১১ জন শিক্ষকের পক্ষ থেকে শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন অধ্যাপক রুহুল আমীন।

তিনি বলেন, ‘আমরা বিভাগের সভাপতির পদত্যাগ চাই। আমরা ১১ জনই এ সিদ্ধান্ত নিয়েছি। উনার পদত্যাগ না করা পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করেই যাব।’

কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিভাগের সভাপতির ওপর আগেই অনাস্থা প্রকাশ করেছি। তিনি সভাপতি হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ। দায়িত্ব গ্রহণের পর থেকেই অ্যাকাডেমির সভায় সবার সিদ্ধান্ত অগ্রাহ্য করে আসছিলেন।’

‘‘আমরা ওনার প্রতি অনাস্থা এনে গত ২ আগস্ট মাননীয় উপাচার্যের কাছে অভিযোগ করেছি। কিন্তু সভাপতি এখনো পদত্যাগ করেননি। তাই ওনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’’

যৌন হয়রানির অভিযোগকারী সহকারী অধ্যাপক রুখসানা পারভীন বিরুদ্ধে এই কর্মসূচি কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘ না, এটা বিভাগের সভাপতির বিরুদ্ধে।’

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা পারভীন একই বিভাগের অধ্যাপক রুহুল আমীনসহ ওই ১১ জনের বিরুদ্ধে যৌন ও মানসিক নির্যাতনের বিষয়ে উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র দেন। পরে বুধবার ওই ১১ জন শিক্ষক বিভাগের সভাপতির অনাস্থা এবং রুখসানা পারভীনের বিরুদ্ধে পাল্টা একটি অভিযোগ উপাচার্য বরাবর দেন। এরপর বৃহস্পতিবার বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামান ওই ১১ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন উপাচার্য বরাবর।

আপনার মন্তব্য

আলোচিত