সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৭ ১৮:৩৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটির এম লিগে এলএলবি ২৯তম ব্যাচ চ্যাম্পিয়ন

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট লিগ এম’র তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে এলএলবি ২৯তম ব্যাচ।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিবিএ ৩৩তম ব্যাচকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় এলএলবি ২৯তম ব্যাচ। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে শেষ হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাজহার মজুমদার, এনআরবি ব্যাংক সিলেট শাখার ম্যানেজার ইবনে আলী মো. নাজমুল কিবরিয়া, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল হোসাইন, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন ড. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার ফজলুর রব তানভীর, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান শেখ আশরাফুর রহমান, সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম। খেলায় রেফারি হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার সাইদুর রহমান পলাশ।

ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান ছালিক এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আকিব। টুর্নামেন্টে সেরা গোলকিপার জাবের, সেরা ডিফেন্ডার রাব্বি এবং ফেয়ার প্লে ট্রফি পেয়েছে বিবিএ ৪০তম ব্যাচ।

আপনার মন্তব্য

আলোচিত