সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৭ ১৬:৪৭

‘রোবোম্যানিয়া ভি৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি

ঢাকার গাজীপুরস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তে ‘রোবোম্যানিয়া ভি৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘টিম ওমেগা’র সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় টিম ওমেগা তাদের পুরস্কার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার ফজলুর রব তানভীর, এনআরবি ব্যাংক সিলেট শাখার ম্যানেজার ইবনে আলী মো. নাজমুল কিবরিয়া প্রমুখ।

টিম ওমেগার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলনেতা আনোয়ারুল কাউছার, শেখ মো. জাকারিয়া, মিজানুর রহমান ও রাকিবুজ্জামান তন্ময়। এরা সবাই ইইই বিভাগের শিক্ষার্থী।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর আইইউটিতে ‘রোবোম্যানিয়া ভি৪’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬১টি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ৬০ হাজার টাকার প্রাইজমানি পায় টিম ওমেগা।

আপনার মন্তব্য

আলোচিত