এমসি কলেজ প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪৯

এমসি কলেজ বাংলা বিভাগের বরণডালা নবীনবরণ অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের স্নাতক(সম্মান) ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের বরণডালা নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) কলেজ ছাত্র মিলনায়তনে সকাল ১০টায় নবীণ শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।

বাংলা বিভাগের প্রভাষক জিনি বেগম ও শিক্ষার্থী চন্দ্রিকা বড়ুয়া সঞ্চালনা এবং বাংলা বিভাগের প্রধান ড. সাহেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক জনাব তোতিউর রহমান, প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো. হারুন অর-রশীদ, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় নবীনদের উদ্দেশ্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, শিক্ষাজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদেরকে অবশ্যই পরিশ্রমী, দৃঢ় প্রত্যয়ী ও বিনয়ী হতে হবে। সবার প্রতি সব পর্যায়ে সহযোগিতার হাত বাড়াতে হবে। তবেই সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানের শুরুতে স্নাতক(সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

নবীনবরণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা গীতিনাট্য, আবৃতি, গান প্রভৃতি পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত