এমসি কলেজ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:৪০

বর্ণাঢ্য শোভাযাত্রায় মোহনা'র বসন্ত বরণ উৎসব শুরু

বসন্তের তৃতীয় দিনের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নিলো ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় কলেজের প্রধান ফটক থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস ঘুরে 'মোহনা বসন্ত উৎসব-১৪২৪' অনুষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় বসন্তকে বরণ করে নিতে রং-বেরঙয়ে কাপড় পড়ে ক্যাম্পাসে এসেছে হাজারো তরুণ-তরুণী।

কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় কলেজর শিক্ষকবৃন্দ, 'মোহনা'র প্রাক্তন-বর্তমান সদস্য ছাড়াও বসন্ত উৎসব উপভোগ করতে আসা দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বসন্ত উৎসবটি চলবে বিকাল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানমালায় রয়েছে একক, দ্বৈত ও দলীয় সংগীত, গীতিনৃত্য, দলীয় নৃত্য, ফিউশনধর্মী নৃত্য, টকশো, কৌতুক, খণ্ড নাটক, আঞ্চলিক বিতর্ক, বিশেষ কোরিওগ্রাফি, ফ্যাশন শো এবং কলেজের সহযোগী সংগঠনগুলোর পরিবেশনা।

আপনার মন্তব্য

আলোচিত