শাবি প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৩৩

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে তালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাইনিংয়ে নোংরা ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে তালা দেয় শিক্ষার্থীরা।

 শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হলের বাবুর্চি পরিবর্তন ও খাবারের মান বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে হল প্রভোস্ট ও উপাচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হলেও কোনো লাভ হয়নি। উল্টো ডাইনিংয়ের পরিবেশ অত্যধিক খারাপ ও অস্বাস্থ্যকর হয়ে গেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ডাইনিংয়ে দরজায় তালা দিয়ে বিভিন্ন পোস্টার লাগিয়ে দেন। তারা বাবুর্চি আলী হোসেনের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার বিক্রির অভিযোগ করেন।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি হলে খাবারের মান খারাপ হওয়ার বিষয়টিও স্বীকার করেন।

আপনার মন্তব্য

আলোচিত