সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৮ ১৬:০১

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ১০-১২ মে

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেটিং সোসাইটির উদ্যোগে ১০-১২ মে জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর তেলিহাওরস্থ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সারা দেশ থেকে ১৬টি কলেজ এবং পাবলিক ও প্রাইভেট সহ ৩২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৪৪ জন বিতার্কিক এতে অংশগ্রহণ করবেন।

১০ মে কলেজ পর্যায় এবং ১১ মে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হবে। ১২ মে  ‘ন্যাশনাল ডিবেটি চ্যাম্পিয়নশীপ-২০১৮’ প্রতিযোগিতার ফাইনাল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকবেন বাংলাদেশ ডিবেটিং ফোরামের অভিজ্ঞ বিচারকমন্ডলী।

আপনার মন্তব্য

আলোচিত