শাবি প্রতিনিধি

২৬ আগস্ট, ২০১৫ ১৮:০৯

শাবিতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭দিন ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর স্টুডেন্ট এসোসিয়েশনের এর উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। আগামী বুধবার এ কর্মসূচি শেষ হবে। 

বুধবার বিকাল সাড়ে ৩টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ.কে.এ. মাযহারুল ইসলাম, এসোসিয়েশনের সাবেক সভাপতি সাজিদুল ইসলাম সবুজ, বর্তমান সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মুশফিকুর সালেহীন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক জাহেদুর রহমান ইয়ামিন।

উদ্বোধনের সময় উপাচার্য ইউনিভার্সিটি সেন্টারের সামনে (ছাত্র-শিক্ষক কেন্দ্র) ‘বহেরা’ নামের একটি বৃক্ষ রোপণ করেন।

এ সময় উপাচার্য বলেন, এটি একটি ভালো উদ্যোগ। পরিবেশ রক্ষায় গাছ খুবই উপকারী। এ ধরণের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়ার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বহেরা,নিম,কদম,হিজল,করজসহ ১৫০টি দেশীয় ফলজ এবং ঔষধি গাছ রোপন করা হবে।

 

আপনার মন্তব্য

আলোচিত