সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৫ ১৯:৩৭

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনু্ষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ১৭তম এবং সিন্ডিকেটের ৯ম সভা বুধবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন-এর সভাপতিত্বে উক্ত সভাদ্বয়ে বিগত ৮ম সিন্ডিকেট সভা ও ১৬তম একাডেমিক কাউন্সিল-এর কার্যবিবরণী এবং চলতি টার্মের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি, শিক্ষকদের শিক্ষা ছুটি, মেয়াদ উত্তীর্ণ রেজিস্ট্রেশন, পরীক্ষা কমিটি, শিক্ষকদের কোর্স বরাদ্দ ও একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ইঞ্জিনিয়ার মো. মনসুরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডাঃ এম. এ. আহবাব, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেন, একাডেমিক কাউন্সিলের সদস্য আইন বিভাগের শিক্ষক ব্যরিস্টার মোঃ আরশ আলী, সিএসই বিভাগের প্রধান চৌধুরী মোঃ মোকাম্মেল ওয়াহিদ, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান রমা ইসলাম, আইন ও বিচার বিভাগের প্রধান শেখ মোঃ আশরাফুর রহমান, ইইই বিভাগের প্রধান মিয়া মো. আসাদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, রেজিস্ট্রার ও সিন্ডিকেট-এর সদস্য সচিব মুহাম্মদ ফজলুর রব, এবং ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত