Advertise

সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০১৯ ১৯:১৫

লিডিং ইউনিভার্সিটিতে বিদায় সংবর্ধনা

লিডিং  ইউনিভার্সিটির  ইসলামিক স্টাডিজ বিভাগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট ) ইসলামিক স্টাডিজ বিভাগের (মেজর: ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিং) উদ্যোগে মাস্টার্স প্রোগ্রাম দশম ব্যাচের শিক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ফজলে এলাহি মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. সামস-উল আলম জয় ও সহকারী অধ্যাপক, লেখক এবং গবেষক মাওলানা শাহ মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের স্মারক উন্মোচন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত