শাবি প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি , ২০২০ ১২:১৭

স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগের বিডিং সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের আয়োজনে ‘স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগ ২০’ এর বিডিং সম্পন্ন হয়েছে। সপ্তম বারের মতো আয়োজিত হচ্ছে এই আসর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই বিডিং অনুষ্ঠান সম্পন্ন  হয়।

বিডিং অনুষ্ঠানে ১৫টি দল অংশগ্রহণ করে এবং তাদের পছন্দ মত খেলোয়াড় বেছে নেয়। এবারের নিলামে সর্বোচ্চ ১৭ হাজার ৪০০ টাকা দামে RACE-৭১ কিনে নেয় নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাবরকে।

গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে খেলোয়াড় রেজিস্ট্রেশন। এ কার্যক্রমে অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কর্মচারীরা।

উল্লেখ্য, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ‘স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগ। এটি আগামী ১৬ ফেব্রুয়ারি ১৬ টি দলের অংশগ্রহণে  সপ্তম আসর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের আহ্বায়ক মশিউল আলম মেহেদি শনম।

আপনার মন্তব্য

আলোচিত