শাবি প্রতিনিধি

০৭ মে, ২০২০ ১৫:০৬

সাফকাত মঞ্জুরের পিতার মৃত্যু, শাবি প্রেসক্লাবের শোক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক (১৫তম কার্যনির্বাহী পরিষদ) সাফকাত মঞ্জুরের পিতা মো. ইসহাক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (৬ মে) বিকাল চারটায় নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

বুধবার শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান ও সাধারণ সম্পাদক মেহেদী কবীর এক বিবৃতিতে এ শোক জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, মৃত্যুর আগ পর্যন্ত সাফকাত মঞ্জুরেরর পিতা শিক্ষকতার মতো মহান পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি হবিগঞ্জের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাই স্কুল (ডিএনআই) এর সাবেক প্রধান শিক্ষক। সেখান থেকে অবসর গ্রহণের পর গ্রিণ পার্ক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব নেন। তার অসংখ্য ছাত্রছাত্রী দেশ-বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

এছাড়া দেশের সচেতন নাগরিকদের প্রতিনিধি হিসেবে তিনি বাহুবল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিও ছিলেন।

সচেতন নাগরিক, সফল শিক্ষকের পাশাপাশি তিনি ছিলেন একজন সফল বাবা। তার একমাত্র ছেলে সাফকাত মঞ্জুর শাবিপ্রবির অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ও মেয়ে একই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত।

গভীর শোক প্রকাশের সাথে সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

আপনার মন্তব্য

আলোচিত