শাবি প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০১৫ ২১:৫৯

ছোট পর্দা কাঁপাবে শাবি শিক্ষার্থী!

তৃতীয়বারের মতো ছোট পর্দায় আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম তামিম মুক্তাদির। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী।

আগামী ১৯-২৪ ডিসেম্বর Five female friends নামক একটি জনপ্রিয় সিরিয়ালে তামিমকে দেখা যাবে (২২-২৪ ডিসেম্বর)। বেসরকারী টেলিভিশন গাজী টিভির পর্দাায় রাত ১১টায় সিরিয়ালটি প্রচারিত হবে। নাটকে তার চরিত্রের নাম হাসান। হাসান (তামিম) ইউনিভার্সিটিতে লেখাপড়ার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল চালান।

নাটকে তামিমের পাশাপাশি শ্রেয়া, মারিয়া নুর, নাবিলা, পিয়াকেও দেখা যাবে। হাসানের এই বান্ধবীগুলো তার কাজে উদ্বুদ্ধ হয়ে তাকে স্কুল চালাতে বিভিন্নভাবে সহযোগিতা করে।

নাটকটির চিত্রনাট্য ও এডিটিং করেছেন মুশফিকুর রহমান চন্দন। পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির সান।

তামিম জানান, এটি আমার তৃতীয় কাজ। আশাকরি দর্শক সিরিয়ালটি ভালোভাবে গ্রহণ করবে।

উল্লেখ্য, এর আগে পরীর ফিরে আসা নামক নাটক এবং টিভিসি কল্পনা জুয়েলার্সের একটি বিজ্ঞাপনে তামীমকে দেখা গেছে।

 

আপনার মন্তব্য

আলোচিত