বিনোদন ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৫ ০০:৪৯

উপমহাদেশের সেরা ১০ নারী নির্মাতার তালিকায় রুবাইয়াত

উপমহাদেশের সমকালীন গুরুত্বপূর্ণ সেরা দশ নারী নির্মাতার তালিকায় স্থান পেলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন। এশিয়ান চলচ্চিত্র ফেসবুক পেজে রোববার রাতে প্রকাশ হয় তালিকাটি।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার এই অনলাইন পেইজটির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৫-২০১৬ সালে মুক্তি পাওয়া ও মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্রের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

রুবাইয়াত হোসেন পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পাচ্ছে আগামী ২২ জানুয়ারি। এর আগেই জানা গেল এই আনন্দের খবর। নির্বাচিত নারী নির্মাতাদের তালিকায় প্রথম স্থানে আছেন রুবাইয়াত হোসেন।

এ তালিকায় আরো রয়েছেন; পাকিস্তানের মেহরীন জব্বার, ভারতীয় নির্মাতা সোনালি বোস, সুমন কিট্টুর, ওরভাজি ইরানি, মেঘনা গুলজার, মঞ্জু বোরাহ, শতরূপা সান্যাল, জয়া আখতার ও ববি শর্মা বড়ুয়া।

উল্লেখ্য, রুবাইয়াতের প্রথম চলচ্চিত্র ‘মেহেরজান’ মুক্তি পায় ২০১১ সালের ২১ জানুয়ারি।

আপনার মন্তব্য

আলোচিত