বিনোদন ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৬ ১৩:৩৯

আদনান সামি : পর্যটক থেকে ভারতের নাগরিক!

অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন শিল্পী আদনান সামি। দীর্ঘ ১৬ বছর ভারতে পর্যটক ভিসায় বসবাস করার পর ভারত সরকার তাঁকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং সামি তার জন্যে কাঙ্খিত সে নাগরিকত্ব পেলেন ১ জানুয়ারি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জানানো হয়েছে, সামিকে শুক্রবার ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। মানবিক কারণ দেখিয়ে চলতি বছরের ২৬ মে দেশটির নাগরিক হতে চেয়ে আবেদন করেন আদনান সামি।

সামি বলেন, "এটা আমার জন্য নববর্ষের উপহার। আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আমি খুবই খুশি।"

যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা এবং কানাডার নাগরিক সামি ভারতে বসবাস করছেন ২০০১ সাল থেকে। এতদিন ধরে পর্যটক ভিসাতেই বসবাস করে আসছিলেন তিনি।

বলিউডি সিনেমায় নিয়মিত প্লেব্যাক করা সামি সবসময়ই বলে আসছেন, ভারতবাসীর কাছে তিনি যে ভালবাসা পেয়েছেন, তাই তার কাছে 'সবকিছু'।

বছরের শুরুতে তিনি বলেছিলেন, "১৬ বছরে এটা কেবল আমার কর্মস্থানই নয়, আমার বাসস্থান এবং আমার ভালোবাসা।"

আপনার মন্তব্য

আলোচিত