সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৩

ফের সংলাপের আহ্বান খালেদা জিয়ার

গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারো সংলাপের আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেছেন, ‘আসুন আমরা আলোচনায় বসি, সংলাপে বসি। কোনো রাগ ক্ষোভ দুঃখ নেই। আসুন, গণতন্ত্র ফিরিয়ে আনতে একসাথে কাজ করি। দেশ ও জনগণের স্বার্থে আসুন আমরা একসাথে কাজ করি।’

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান। গণতন্ত্রের জন্য এক সঙ্গে কাজ করতে।’

অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানান তিনি। বলেন, ‘তারা জোর করে ক্ষমতায় আছে, তাই তাদেরই এটা করতে হবে।’

তিনি বলেন, ‘৫ জানুয়ারি আমরা কী দেখেছিলাম? সেই নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোট অংশ নিয়েছিল। ওই জোটে আওয়ামী লীগ ছাড়া বাকি সব পরগাছা। এরা ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি।’

খালেদা জিয়া বলেন, ‘১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচনে। এরা যে ভোট ছাড়া নির্বাচিত হলো এদেরকে কীভাবে জনপ্রতিনিধি বলা হবে? এই সরকার অবৈধ, এই সংসদও তাই অবৈধ।’

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) মেরুদণ্ডহীন বলে আবারো মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন। এ ‘মেরুদণ্ডহীন’ নির্বাচন কমিশন দিয়ে কোনো নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলেও তিনি জানান।

খালেদা জিয়া বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ‘এই কমিশন অথর্ব। এরা কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারেনি।’

সদ্য শেষ হওয়া পৌর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সচিবের (মো. সিরাজুল ইসলাম) প্রতি ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘তিনি এমন কি লাট সাহেব হয়ে গেছেন যে, সাবেক মন্ত্রী তার কার্যালয়ে গেলেও তাকে বসিয়ে রাখা হয়। তার সঙ্গে তিনি দেখা করেন না।’

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জনসভা মঞ্চে আরো উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত