বিনোদন ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৬ ১৯:১১

ঢাকা আসছেন মোনালি ঠাকুর

ঢাকা আসছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টস এবার তার আগমনের বিষয়টি স্পন্সর করছে।

শনিবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে এ সম্পর্কে বিস্তারিত জানাবে আয়োজক প্রতিষ্ঠান।

পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কলকাতার বেশ কয়েকটি বাংলা ছবিতে গান গাওয়ার পর, ২৭ বছর বয়সী এ গায়িকা বলিউডের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে যান।

তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে- ‘রঘুপতি রাঘব’ (কৃশ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তুনে মারি এন্টি’ (গুন্ডে) প্রভৃতি।

এছাড়া এ শিল্পীর কণ্ঠে ওপার বাংলায় ‘ইটস ১০০% লাভ’ (১০০% লাভ) , ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী) শীর্ষক গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে। শুধু গানই নয়, মোনালি ঠাকুর বলিউডের ‘লক্ষ্মী’ শিরোনামের একটি ছবির নাম ভূমিকাতেও অভিনয় করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত