বিনোদন ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৬ ০১:১৮

দীর্ঘবিরতি শেষে শাবনূরের প্রত্যাবর্তন

অবশেষে রূপালী পর্দায় ফিরছেন শাবনূর। দীর্ঘ বিরতির পর তাকে নায়িকা রূপে দেখার সুযোগ পাবেন দর্শকরা, তবে একজন নতুন নায়কের বিপরীতে।

২০১১ সালের অক্টোবরে ‘পাগল মানুষ’ ছবিতে চুক্তিবদ্ধ হন শাবনূর। শুটিংও শুরু হয়ে যায়। ২০১২ সালের ২৯ ডিসেম্বর শুটিং স্পটে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা যান ছবির পরিচালক এম এম সরকার। কয়েক বছর ধরে বন্ধ থাকে সিনেমাটির কাজ। অবশেষে ছবির বাকি কাজ শেষ করার দায়িত্ব কাঁধে নেন পরিচালকের সহকারী বদিউল আলম খোকন।

ইতোমধ্যে সিনেমাটির চিত্র সম্পাদনা ও শব্দ সংযোজনের কাজ শেষ হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়ার কথা রয়েছে। নির্মাতাদের আশা, আগামী মে মাসেই মুক্তি পাবে ‘পাগল মানুষ’।

সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক শায়ের খান।

সিনেমাটি নিয়ে শাবনূর বললেন, "অনেক দিন পর আমার কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ভাবতেই আমার খুব ভালো লাগছে যে, দীর্ঘ দিন পর দর্শকরা তাদের প্রিয় শাবনূরকে ‘পাগল মানুষ’ ছবির মাধ্যমে আবার দেখতে পাবে। সিনেমাটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমি শুধু আমার ভক্তদের এতটুকুই বলবো আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।"

পরিচালক বদিউল আলম খোকন বললেন, "এই সিনেমাটির কাজ কয়েক বছর বন্ধ ছিল, দেরি যখন হয়েছে, আরেকটু দেরি না হয় হলো। কাজটি নিয়ে তাড়াহুড়া করতে চাই না। তাছাড়া এটি আমার ওস্তাদ পরিচালক এম এ মান্নান স্যারের শেষ কাজ। এটা শেষ করা আমার দায়িত্ব। এটা মুক্তি দিতে পারলে আমি শান্তি পাবো।"

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’ সিনেমাটিতে শেষ দেখ গিয়েছিলো শাবনূরকে।

আপনার মন্তব্য

আলোচিত