বিনোদন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ০১:০২

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাবি নির্মলেন্দু গুণের

কবি নির্মলেন্দু গুণের লেখা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ কবিতা অবলম্বনে ২০১৩ সালে পরিচালক মাসুদ পথিক নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। সরকারি অনুদানে নির্মিত ছবিটিকে এবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদানের দাবি তুলছেন এই কবি।

সোমবার কবি নির্মলেন্দু গুণ ছবিটিকে যেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় এমন দাবি তুলে বলেন, ‘নেকাব্বর নিজে সারা জীবন সামাজিক শোষন ও বঞ্চনার শিকার হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের ক্ষেত্রে নেকাব্বরের মহাপ্রয়াণ ছবিটি সেরকম বঞ্চনার শিকার হলে আমাদের পক্ষে তা মেনে নেয়া একটু নয়, বেশ কঠিন হবে। বহু শ্রমে নির্মিত এই ছবিটি তার প্রাপ্য পুরস্কার পাবে, এটাই আমাদের প্রত্যাশা।’

এ প্রসঙ্গে তিনি তার ফেসবুকে আরও লিখেন, ‘পুরস্কার প্রদানকারীরা এই ছবি নিয়ে নয় ছয় করার চেষ্টা করবেন না বলে আশা করি। আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে, এরকম একটি চলচ্চিত্র খুব বেশি তৈরি হয়নি-কী বাংলাদেশে, কী পশ্চিমবঙ্গে।’

এ প্রসঙ্গে নির্মাতা মাসুদ পথিক বলেন, ‘কিছুদিন পরেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। আমি চাই সঠিক জাস্টিফাই, পুরষ্কার কোনো ভাগভাটোয়ার জিনিস নয়। মুখ দেখে, কিংবা বড় প্রতিষ্টান দেখে পুরষ্টার যেনো না দেয়।’

উল্লেখ্য, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে তরুণ নেকাব্বরের চরিত্রে জুয়েল জহুর এবং বৃদ্ধ নেকাব্বরের চরিত্রে অভিনয় করেছেন বাদল শহীদ। মুখ্য নারী চরিত্রে ছিলেন চিত্রনায়িকা সিমলা। এতে আরও অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুণ, মামুনুর রশীদ, প্রবীর মিত্র, অসীম সাহা, বাদল শহিদ, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সূচি, সোহেল বয়াতি,রানী সরকার, রেহানা জলি, জুয়েল, প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত