নিউজ ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৫ ০১:৪২

নতুন বছরে মিষ্টির দুটি রোমান্স!

অভিনেত্রী মিষ্টি জান্নাত নতুন বছরের শুরুতেই নতুন দুটি রোমান্টিক ছবিতে কাজ করতে যাচ্ছেন

নবাগত অভিনেত্রী মিষ্টি জান্নাত নতুন বছরের শুরুতেই নতুন দুটি রোমান্টিক ছবিতে কাজ করতে যাচ্ছেন । ছবি দুটি হলো, ‘ভালোবেসে ছুঁয়ে দিলাম’ এবং ‘ভালোবাসার রাজকুমারী’। দুটি ছবিতেই মূল চরিত্রে অভিনয় করছেন মিষ্টি। ছবি দুটি পরিচালনা করছেন সজল আহমেদ।

এরইমধ্যে দুটি সিনেমাতেই অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন মিষ্টি। তবে মিষ্টির বিপরীতে নায়ক কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

মিষ্টি বলেন, ‘দু এক দিনের মধ্যেই ভালোবেসে ছূঁয়ে দিলাম সিনেমার নায়কের বিষয়টি নিশ্চিত করা হবে। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথা চলছে। চিত্রনায়ক বাপ্পিও থাকতে পারে এখানে। কথাবার্তা চূড়ান্ত হলেই শুটিংয়ের কাজ শুরু হবে। আর ‘ভালোবাসার রাজকুমারী’ সিনেমাটিতে ভারতের চলমান সময়ের কোনো ব্যস্ত নায়ক অভিনয় করবেন আমার বিপরীতে।’

উল্লেখ্য, ২০১৪ সালের মাঝামাঝিতে লাভ ষ্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর তিনি ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন। এ মাসেই মুক্তি পাবার কথা রয়েছে ‘চিনি বিবি’ ছবিটি।

আপনার মন্তব্য

আলোচিত