বিনোদন ডেস্ক

০২ অক্টোবর, ২০১৬ ১৪:৩৯

এবার পাকিস্তানে নিষিদ্ধ হলো ভারতের টিভি চ্যানেল

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। পাকিস্তানে বলিউডের সিনেমা প্রদর্শন নিষিদ্ধের পর এবার নিজেদের দেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করেছে তারা।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৫ অক্টোবরের পর ভারতীয় টিভি চ্যানেল নিষিদ্ধের নির্দেশ অমান্য করলে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দু’দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় এর আগে পাকিস্তানি শিল্পীদের ভারত ছেড়ে দেয়ার আদেশ দেয় কয়েকটি রাজনৈতিক সংগঠন। জবাবে পাকিস্তানের কিছু এলাকার সিনেমা হলে বলিউডের ছবি প্রদর্শন নিষিদ্ধ করেন পাকিস্তানের সিনেমা পরিবেশক ও প্রদর্শকরা। এবার পাকিস্তানি অনুষ্ঠান ভারতে সম্প্রচার নিষিদ্ধ করার প্রেক্ষিতে পাকিস্তানি জনগণের দাবির মুখে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

এই নিষেধাজ্ঞা ১৫ অক্টোবরের পর থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

আপনার মন্তব্য

আলোচিত