বিনোদন ডেস্ক

১১ অক্টোবর, ২০১৬ ০৬:১২

অমিতাভ বচ্চনের জন্মদিন আজ

বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ৭৪ তম জন্মবার্ষিকী আজ।

অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা হরিবংশ রায় বচ্চন ছিলেন একজন ভারতীয় কবি এবং মা তেজী বচ্চন। পূর্বে ইনকিলাব নামেই পরিচিত ছিলেন এই ৬ ফুট লম্বা অভিনেতা। পরবর্তীতে তার বাবা নাম পরিবর্তন করে রাখেন অমিতাভ যার অর্থ ‘যে আলো কখনও নিভে যায় না’।

১৯৭৩ সালে তিনি অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেন। তিনি এক মেয়ে এবং এক পুত্রসন্তানের জনক।তার ছেলে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন। আর পুত্রবধু সাবেক বিশ্বসুন্দরী ও খ্যাতনামা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
 
অমিতাভ বচ্চন বলিউডে প্রবেশ করেন ৭০ এর দশকে। এর আগে তিনি পর্দার নেপথ্যে কন্ঠ দিতেন। ১৯৭৩ সালে তার অভিনীত ‘জানজির’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

একাধারে দর্শকদের উপহার দিয়েছেন সব জনপ্রিয় চলচ্চিত্র। এর মাঝে নিমাক হারাম, অভিমান, রোটি কাপড়া অওর মাকান, মাজবুর, দিওয়ার,শোলে,ডন,মোহাব্বাতে,নাসিব,লাওয়ারিশ ইত্যাদি উল্ল্যেখযোগ্য।
 

 

 

আপনার মন্তব্য

আলোচিত