বিনোদন ডেস্ক

১৪ অক্টোবর, ২০১৬ ০০:১৩

জাতীয় দলের ক্রিকেটাররাও দেখলেন ‘আয়নাবাজি’

বাংলাদেশে নির্মিত সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল সিনেমা ‘আয়নাবাজি’ দেখেছেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের পাঁচতারা হোটেল র‍্যাডিসনে ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য আয়োজন করা হয় ‘আয়নাবাজি’ ছবির বিশেষ প্রদর্শনীর।

সিনেমাটি দেখে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

সাকিব বলেন, ‘আমি বলব, একেবারে আলাদা রকমের একটি গল্প। সবাই ছবিটি খুব এনজয় করবে, যাঁরা দেখেছেন, তাঁরা আমার সঙ্গে একমত হবেন। আর যাঁরা দেখেননি, আশা করছিতাঁরা হলে গিয়ে দেখবেন।’

আরেক তারকা রিয়াদের মতে , ‘আমাদের দেশে ভালো মানের ছবি হওয়া উচিত। আশা করছি, এ রকম আরও ভালো ছবি তৈরি হবে এবং আমরাও সবাই মিলে হলে গিয়ে সিনেমা দেখতে পারব।’

পরিচালক অমিতাভ রেজা চৌধুরির সাথে প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী নাবিলা, পার্থ বড়ুয়া, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, প্রযোজক জিয়াউদ্দিন আদিল এবং মিডিয়া পার্টনার আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

পরিচালক অমিতাভ রেজা এ সময় বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ক্রিকেটাররা। তাঁদের সম্মানে আমরা একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলাম। আমরা যখন পাগলের মতো যে মানুষগুলোর খেলা দেখি, সেই তাঁরাই যখন ছবির প্রশংসা করেন, এর চেয়ে বড় অনুপ্রেরণা তো আর কিছুই হতে পারে না।’

সূত্র: প্রথম আলো


আপনার মন্তব্য

আলোচিত