নিউজ ডেস্ক

০৭ মে, ২০১৫ ০৯:৩৩

সালমানের কারাদন্ডে ২৯৪ কোটি টাকা ক্ষতির মুখে বলিউড!

তারকা অভিনেতা সালমান খানের কারাদণ্ড হলে অন্তত ২৯৪ কোটি টাকা ক্ষতি হবে সে আশঙ্কায় মঙ্গলবার থেকেই থমথমে ছিল বলিউড।

১৩ বছর আগে গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় সালমান খানকে বুধবার ৫ বছরের কারাদণ্ড দেওয়ার পর সেই আশঙ্কাই সত্যি হলো।

সালমানের সাজা পাওয়ার পর শুধু বলিউড প্রযোজকদেরই মাথায় হাত পড়েনি বড় ধরণের ধাক্কা খেয়েছে শেয়ার মার্কেটও। আদালতে রায় ঘোষণার পরই কিছুটা ধস নামল মিডিয়া ও এন্টারটেনমেন্ট বিজনেসেও। 

‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির শুটিং করছিলেন সালমান খান। বুধবার রায় ঘোষণা উপলক্ষ্যে আদালতে হাজিরার জন্য আগের দিনই শুটিং ছেড়ে কাশ্মীর থেকে মুম্বাই ফেরেন তিনি।

 ১০০ কোটি টাকার বাজেটের ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। সালমান দোষী সাব্যস্ত হওয়ায় ‘বাজরাঙ্গি ভাইজানে’র প্রযোজনা সংস্থা ইরোজ ইন্টারন্যাশনালের শেয়ার ৫.১০ শতাংশ নেমে গেছে।

এছাড়াও সালমানের হাতে ছিল সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পাও’। ফক্স স্টার স্টুডিও প্রযোজিত এই ছবির বাজেট ৯০ কোটি টাকা। হোম প্রোডাকশন ‘দাবাঙ্গ থ্রি’ (১০০ কোটি) ও ‘নো এন্ট্রি মে ইন্ট্রি’ ছবির ঘোষণাও দেওয়া হয়েছিল। তবে সালমানের দণ্ডে এগুলিতে স্থবিরতা নেমে এসেছে।

শুধু বলিউড নয়। বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থারও ১০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে সালমানের নামে। তার দণ্ডে শেয়ার মার্কেটে পিকচারস পিভিআরের শেয়ার নেমে গেছে ৩.৭৫ শতাংশ। মনধনা ইন্ডাস্ট্রিজের শেয়ার ধাক্কা খেয়েছে ৪.১ শতাংশ।

কিন্তু এই হিসেব শুধুই টাকার অঙ্কের। নিজের এনজিও বিইং হিউম্যান ফাউন্ডেশনের হয়ে ৬০০ শিশুর বিনামূল্যে হার্ট সার্জারির প্রতিশ্রুতি দিয়েছিলেন  সালমান। দোষী সাব্যস্ত হওয়ার পর চোখে জল সেই শিশুদেরও।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্য রাতে মুম্বাইয়ের বান্দ্রায় 'আমেরিকান এক্সপ্রেস' বেকারির সামনের ফুটপাতে উঠে পড়ে সালমানের সাদা রঙের টয়োটা ল্যান্ডক্রুজার। ওই গাড়ির নিচে চাপা পড়ে মারা যান ফুটপাতে ঘুমন্ত এক ব্যক্তি, আহত হন আরও চার জন।

ওই মামলায় বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে মুম্বাই সেশন কোর্টের বিচারক ডি. ডব্লিউ দেশপাণ্ডে বলিউড তারকা সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দেন।

এর আগে, হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড ঘোষণার ৫ ঘন্টার মাথায় দুদিনের অন্তবর্র্তী জামিন পান বলিউড কিং সালমান খান। বুধবার বিকালে আপীলের পর আাগামী শুক্রবার পর্যন্ত সালমানকে অন্তবর্র্তী জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট। 

 

আপনার মন্তব্য

আলোচিত