বিনোদন ডেস্ক

১২ জুন, ২০১৭ ১৩:১৮

সিলেটের শিশু রাজন হত্যাকাণ্ড নিয়ে এবার টিভি নাটক

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ এনে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদেরই এক সহযোগী নির্যাতনের দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলে সারা দেশে তৈরি হয় তীব্র ক্ষোভ। ক্ষোভের মুখে দেশের বাইরে থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামিকে, বিচার শেষ হয় দ্রুততম সময়ে।

ওই বছরের সর্বাধিক আলোচিত এই ঘটনা অবলম্বনে বৈশাখী টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে গোয়েন্দাভিত্তিক ধারাবাহিক নাটক ‘লেডি গোয়েন্দা’। নাটকের একেকটি কাহিনী শেষ হচ্ছে তিন পর্বে। লেডি গোয়েন্দা ধারাবাহিকের নতুন গল্প আলোচিত শিশু রাজন হত্যাকাণ্ড নিয়ে।

গল্পের প্রথম পর্ব প্রচারিত হবে ১৩ জুন মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ও শেষ পর্ব প্রচারিত হবে বুধ ও বৃহস্পতিবার।

টিপু আলমের মূল ভাবনায় ‘লেডি গোয়েন্দা’ নাটকটি পরিচালনা করছেন ডি এ তায়েব। পর্ব পরিচালনা করছেন জি এম সৈকত। নাটকে অভিনয় করছেন মিমো, আজিজুল হাকিম, হোমায়রা হিমু, চৈতি, তুষার মাহমুদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত