বিনোদন ডেস্ক

৩০ জুন, ২০১৭ ১৬:৫৩

ঈদের ৫ম দিনের টিভি অনুষ্ঠান

বিভিন্ন টিভি চ্যানেলে চলছে ঈদের ৭ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। আজ (শুক্রবার) ঈদের ৫ম দিনেও টিভি চ্যানেলগুলোতে হবে নানা অনুষ্ঠান। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের তথ্য এখানে দেয়া হলো- 

দূর পাহাড়ে: দিগন্ত কোনোভাবেই মেনে নিতে পারে না এমন মেধাবী একটা মেয়ে অন্ধ। দিগন্ত মিসিসিপি সম্পর্কে আরও খবর নেওয়া শুরু করে। তিন বছর আগে অনার্স পরীক্ষা দিয়ে সিলেটে ঘুরতে যাওয়ার সময় একটা সড়ক দুর্ঘটনায় মিসিসিপির চোখ হারায়। সময় কাটে পাহাড় আর সাগরের মাঝে।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'দূর পাহাড়ে'। অভিনয় করেছেন তিশা, সিয়ামসহ অনেকে। আজ রাত ১১টায় জিটিভিতে প্রচার হবে এটি। রচনা ও পরিচালনায় সাগর জাহান।

অতি চালাকের গলায় দড়ি: অতি চালাকের গলায় দড়ি নাটকটি পরিচালনা করেছেন আপন হাসান। এতে অভিনয় করেছেন পপি, বাঁধন, মিমো, সাব্বির আহমেদ, হাসান জাহাঙ্গীর প্রমুখ। এশিয়ান টেলিভিশনে আজ বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে এটি।

অভিনন্দন: মোশাররফ করিম অভিনীত ভিন্ন ৫টি নাটকের মধ্যে আজ থাকছে নাটক 'অভিনন্দন'। রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনায় মুরসালিন শুভ। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল পিয়া, শহিদুল্লাহ সবুজ। বৈশাখী টেলিভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে এটি।

লাল নীল হলুদ বাতি: চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'লাল নীল হলুদ বাতি'। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন মিথিলা, আরফান নিশো, সাইকা আহমেদ, কিসলু আহমেদ প্রমুখ।

একান্ত আলাপ: অনুষ্ঠানে অংশ নিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ ও নুসরাত ফারিয়া। উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন। অনুষ্ঠানে দুই চলচ্চিত্র তারকা বলেছেন অভিনয় জীবনের নানা কথা। বিকেল সাড়ে ৫টায় আরটিভিতে প্রচার হবে এটি।

লোকমান এখন ঢাকায়: বিশ্বজোড়া পাঠশালা মোর লাইনটির পরের অংশ গোপাল ভাঁড় নিজের মতো করে পাল্টে নিয়েছেন। বাস ও লঞ্চ টার্মিনালে পকেট সাবধান কথাটা তার বেশ ভালো লেগেছে। পকেটমার মানিব্যাগ নেওয়ার পরও গোপাল মুচকি হাসছেন। কারণ মানিব্যাগে ছিল টয়লেট টিস্যু।

এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক লোকমান এখন ঢাকায়। এতে অভিনয় করেছেন সাজু খাদেম, ফারহানা মিলি প্রমুখ। পরিচালনায় জয়নুল আবেদিন শিশির। দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে এটি।

ডিজিটাল প্যারেন্টস: বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'ডিজিটাল প্যারেন্টস'। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনায় আরিফ এ আহনাফ। অভিনয় করেছেন নাঈম, শবনম ফারিয়া, কাজী উজ্জল প্রমুখ।

বারান্দায় নয়নতারা: একটা পুরনো বাড়ি। সেখানে লেখা বন-বাংলা হোটেল। হোটেলের মালিক ও ম্যানেজার একজনই। নাম ওসমান গনি। গনি মিয়ার নাবালিকা বউ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। দ্বিতীয় বউ টেকেনি। এরপর থেকে গনি মিয়া একাই থাকেন। এলাকার আশপাশে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকায় পর্যটকের আনাগোনাও অনেক বেশি। একদিন গনি মিয়ার হোটেলে এক তরুণী আসেন। নাম নয়নতারা। গনি মিয়া নয়নতারার ভবিষ্যৎ দেখতে পায়, কে বা কারা এই হোটেলে তাকে খুন করবে।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি বারান্দায় নয়নতারা। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মমসহ অনেকে। চ্যানেল নাইনে আজ বিকেল ৫টায় প্রচার হবে এটি। টেলিছবিটি পরিচালনা করেছেন গৌতম কৈরী।

আপনার মন্তব্য

আলোচিত