নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০১৮ ২২:১৭

সুনামগঞ্জের ঐশী চ্যানেল আই সেরাকন্ঠে যৌথ চ্যাম্পিয়ন

চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭ আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন যৌথভাবে সুনামগঞ্জের মেয়ে ঐশী এবং ঢাকার মেয়ে সুমনা। প্রথম রানারআপ হয়েছে তৃষা এবং ২য় রানারআপ নান্নু।

রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চাওফ্রেয়া নদীর পাড়ে হোটেল চাত্রিয়ামে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা হয়।

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সংগীতশিল্পীদের সবার সামনে নিয়ে আসতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে চ্যানেল আই সেরাকণ্ঠ। ‘গানে আওয়াজ তোল প্রাণে’ স্লোগান নিয়ে ২০০৮ সালের ৪ এপ্রিল ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ যাত্রা শুরু করে।

এরপর থেকে একে একে পার করেছে পাঁচটি আসর। রবিবার শেষ হয় সেরাকণ্ঠের ষষ্ঠ আসর।

সেরা কণ্ঠের প্রথম আসরে ২০০৮ সালে বিজয়ী হয়েছিলেন ঝিলিক। যৌথভাবে ইমরান ও রোমেল দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন শারমীন। এরপরের আসরে বিজয়ী ছিলেন কোনাল, ২০১২ তে সেরাকণ্ঠ হিসেবে দেশবাসী পেয়েছিল বৃষ্টিকে।

সেরাকণ্ঠে অংশ নেয়া প্রায় সব শিল্পীই সংগীতাঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করেছেন।

হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দশের লড়াইয়ে ছিলেন ঐশী, আদিবা, সুমনা, ফাতেমা, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল।

সেরাকণ্ঠের বিচারক হিসেবে ছিলেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা ও মিতালী মুখার্জি।

ইজাজ খান স্বপনের পরিচালনায় ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর উপস্থাপনায় ছিলেন মারিয়া নূর।

আপনার মন্তব্য

আলোচিত