নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২১ ০১:২৯

ধর্ষিতাদের নিয়ে স্লোগানের নতুন টি-শার্ট ‘মাতৃরূপেন সংস্থিতা’

শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। মণ্ডপে মণ্ডপে এখন উচ্চারিত হবে- 'যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা'।

মণ্ডপে নারী মা্তৃরূপে পূজিত হওয়ার সময়েও বাস্তবের নারী এখানে প্রতিদিন হচ্ছেন নির্যাতিত, লাঞ্ছিত।

দেশে প্রায় প্রতিদিনই একাধিক ধর্ষণের ঘটনা ঘটছে। প্রতিদিন সংবাদ পত্রে চোখ বুলালেই ভেসে উঠে অনেকগুলো ধর্ষণের খবর।

একই দেশে এই দুই রূপ- মণ্ডপের নারী পূজিত হন। বাস্তবের নারী ধর্ষিত।

এমন বিষয়কে উপজিব্য করেই এবারের পূজোয় নতুন টি শার্ট নিয়ে এসেছে সিলেটের সৃজনশীল পোষাকের দোকান- শ্লোগান। ‘মাতৃরূপেন সংস্থিতা’ নামের এই টিশার্টে উঠে এসেছে বিভিন্ন সময়ে ধর্ষিত হওয়া নারীদের নাম।

টি-শার্টের বুকে বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে তার উপর জুড়ে দেওয়া হয়েছে তনু, পূর্ণিমা, ইয়াসমিন, আয়াশাদের নাম। যাদের ধর্ষিত হওয়ার ঘটনা দেশজুড়েই তোলপাড় তুলেছিলো। কিন্তু বেশিরভাগ ঘটনারই কোনো বিচার হয়নি।

এই প্রশ্নবোধক চিহ্নের নিচেই জুড়ে দেওয়া হয়েছে, দুর্গার আরাধনার সেই মন্ত্র- 'যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা'।

যেনো প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে- মণ্ডপের নারী পূজিত হলে বাস্তবের নারীর সাথে এমন আচরণ কেনো?

টি-শার্টটির ডিজাইন করেছেন শিল্পী অরূপ দাস।

শ্লোগানের সংশ্লিষ্টরা জানিয়েছেন, টি-শার্টটির দাম রাখা হয়েছে ৩২০ টাকা। নগরের লামাবাজারে শ্লোগানের শো রুমে পাওয়া যাচ্ছে দুর্গাপূজার এই বিশেষ টি-শার্ট। এছাড়া অনলাইনে অর্ডার করলেও এটি পৌঁছে যাবে বাসায়।

আপনার মন্তব্য

আলোচিত