সিলেটটুডে ওয়েব ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ১৮:৩০

স্মার্টফোন নিয়ন্ত্রণ হবে চোখের ইশারায়

চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। এমন সফটওয়্যার আনতে কাজ করছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি), জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর ফরমেটিক্স। এ সফটওয়্যার ইনস্টল করা স্মার্টফোনে চোখের ইশারায় গেম খেলার পাশাপাশি নানা অ্যাপ খুলে যাবে। খবর ইকোনমিক টাইমস।

গবেষণা সফল করতে গবেষকরা গ্যাজক্যাপচার নামের একটি অ্যাপ সৃষ্টি করেছেন। এ অ্যাপের কাজ গ্রাহক তথ্য সংগ্রহ করা। এসব তথ্য আইট্র্যাকার নামের সফটওয়্যারে ব্যবহার করা হবে। আইফোনেও এ সফটওয়্যার ইনস্টল সম্ভব হবে। গ্যাজক্যাপচার অ্যাপ পরীক্ষামূলকভাবে দেড় হাজার মানুষকে ব্যবহার করতে দেয়া হয়েছে বলে জানান গবেষক আদিত্য খোসলা। আইট্র্যাকার সফটওয়্যার চিকিত্সাক্ষেত্রেও কাজে লাগবে। বিশেষ করে সিজোফ্রেনিয়া ও কনকাশনের ক্ষেত্রে বিশেষভাবে কাজ করবে এ সফটওয়্যার।

আপনার মন্তব্য

আলোচিত