সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৬ ১৬:০৩

অনলাইনে পাইরেটেড ছবি ডাউনলোড করলে জেল!

ভারতে কপিরাইট করা কোনো কনটেন্ট হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া ওয়েবসাইট থেকে অবৈধভাবে দেখলে, ডাউনলোড করলে বা নকল করলে তিন বছরের জেল কিংবা তিন লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে।

তবে যাঁরা শুধু ওই সাইটে কোনোভাবে চলে যাবেন, তাঁদের কোনো শাস্তির মুখোমুখি হতে হবে না।

সম্প্রতি বোম্বে হাইকোর্ট কপিরাইট আইনের আওতায় কয়েকটি ওয়েবসাইটের লিংক বন্ধ করে দেওয়ার আদেশ দেন। ওই আদেশে বলা হয়েছে, বন্ধ করা এসব ওয়েবসাইট থেকে যদি কেউ কপিরাইট করা কনটেন্ট দেখেন, ডাউনলোড করেন বা কপি করেন, তবে তিন লাখ রুপি পর্যন্ত জরিমানা হবে।

চলতি বছরের ডিসেম্বর মাসে ‘ঢিশুম’ ছবির প্রযোজকেরা হাইকোর্টে কপিরাইট কনটেন্ট অবৈধভাবে সরবরাহের অভিযোগে ১৩৪টি ওয়েবলিংক ও ইউআরএল বন্ধ করার জন্য হাইকোর্টে আবেদন করেন।

এ পরিপ্রেক্ষিতে আদালত স্থানীয় ইন্টারনেট সেবাদাতাদের ওই সব লিংকে যেতে সতর্কতা দেখানোর নির্দেশ দেন।

এসব লিংক কেবল ভারতীয় ওয়েবসাইটগুলোর জন্য প্রযোজ্য। এর আগে ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবির প্রযোজকেরা পাইরেসির অভিযোগে ৮০০ ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা চাইলেও আদালত ১১০ ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেন।
তথ্যসূত্র: টিএনএন

আপনার মন্তব্য

আলোচিত