৩১ মার্চ, ২০১৫ ১১:৩৩
অ্যাপল চলতি বছরেই বাজারে আনতে চলেছে তিনটি নয়া আইফোন। আইফোনগুলির মডেল- আইফোন সিক্সএস, আইফেন সিক্সএস প্লাস এবং আইফোন সিক্সসি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফোনগুলি আগের থেকে অনেক বেশি আধুনিক। এবং আইফোন সিক্সসি ফোনটির দামও বেশ সস্তা। ৪০০-৫০০ মার্কিন ডলার(বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০০০০-৪০০০০ টাকা)।
ফোনগুলিতে আছে-
১. এলটিপিএস প্যানেল
২. এলজি ডিসপ্লে
৩. কর্নিঙ গরিলা গ্লাস প্রোটেকশন
৪. আইফোন সিক্স এস এবং আইফোন সিক্স এস প্লাসে এ নাইন চিপ ব্যবহার করা যাবে।
৫. আইফেন সিক্সসিতে এ এইট চিপ ব্যবহার করা যাবে।
আপনার মন্তব্য