নিউজ ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৫ ১৬:২৪

প্রতিযোগিতার মুখে গুগল!

ভবিষ্যতে বড় সড় প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে গুগল৷আশঙ্কা আর কারও নয়, স্বয়ং গুগল চেয়ারম্যান এরিক শিমটের


ভবিষ্যতে বড় সড় প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে গুগল৷আশঙ্কা আর কারও নয়, স্বয়ং গুগল চেয়ারম্যান এরিক শিমটের ৷ গুগল চেয়ারম্যানের মতে প্রযুক্তির দুনিয়ায় কর্তৃত্বের ক্ষেত্রে তাদের সার্চ ইঞ্জিন এবং স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ঝুঁকিতে আছে৷এরিক বলেন, ইউরোপের বাজারে গুগলের শেয়ার আছে ৯০% এবং বিশ্বজুড়ে মোবাইল ফোন অপারেটিং সিস্টেমে গুগল অ্যান্ড্রয়েডের শেয়ার ৮০%৷

কিন্তু এর পরেও গুগল সুরক্ষিত নয়৷তিনি বলেন, ভবিষ্যতে হয়ত এমন কোন অ্যাপ বা সার্চ ইঞ্জিন এলো যা জনপ্রিয়তায় প্রশ্নের মুখে ফেলল গুগলকে৷তার মতে, যে কোন সময় নতুন কোন প্রযুক্তি আসতেই পারে এবং তা অল্প সময়ের মধ্যে সফলতাও অর্জন করতে পারে৷ সম্প্রতি এমন কিছু উদাহরন আছে যেমন কিছুদিন আগে আসা স্নাপ চ্যাট মাত্র দুই বছরের মধ্যে ভাল সফলতা দেখিয়েছে৷ এই ধরনের অ্যাপগুলোই গুগলকে প্রতিযোগিতায় ফেলছে৷
গুগলের আয়ের মূল উৎস হচ্ছে বিজ্ঞাপন৷কিন্তু বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন অ্যাপ বিজ্ঞাপনের মাধ্যমে ভাল টাকা আয় করছে৷ সুতরাং এখন থেকে বলাই যায় যে, গুগলের আয়ে ইতিমধ্যেই ভাগ বসানো শুরু হয়ে গিয়েছে৷


আপনার মন্তব্য

আলোচিত