সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ১৩:১১

রাশিয়ায় আসাদ, আমেরিকার ক্ষোভ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মস্কোয় লাল গালিচা সংবর্ধনা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আমেরিকা।

চলতি মাসের ২০ তারিখে ক্রেমলিনে আসাদ-পুতিন অপ্রত্যাশিত বৈঠক হলেও মঙ্গলবার তা প্রকাশ করা হয়।

হোয়াইট হাউজের মুখপাত্র এরিখ শুলজ দাবি করেন, সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের যে কথা রাশিয়া বলছে তার সঙ্গে আসাদকে মস্কোয় লাল গালিচা সংবর্ধনে দেয়াটা খাপ খায় না। এ ছাড়া

প্রেসিডেন্ট আসাদ নিজ দেশবাসীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ করেন শুলজ।

২০১১ সালের পর এই প্রথম বিদেশ সফর করেন প্রেসিডেন্ট আসাদ। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সিরিয়ার প্রতি মস্কোর সমর্থনের জন্য এ সফরের সময়ে পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

পুতিন এ সময়ে বলেন, সিরিয়াকে সামরিক এবং রাজনৈতিক সমর্থন দেয়া অব্যাহত রাখবে রাশিয়া। সিরিয় সংকট নিরসনে অন্যান্য দেশের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে বলেও জানান পুতিন। আইআরআইবি।

আপনার মন্তব্য

আলোচিত