সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৫ ০২:৩৬

ইসরায়েলের সঙ্গে সহযোগিতার কথা অস্বীকার করলেন সৌদি যুবরাজ

সমালোচনার মুখে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে একযোগে যুদ্ধের বিষয়টি অস্বীকার করেছেন সৌদি আরবের যুবরাজ আলওয়ালিদ বিন তালাল বিন আব্দুলাজিজ আলসাউদ।

সম্প্রতি এ বিষয়ে যুবরাজ তালালের এক বক্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা নিয়ে মুসলিম বিশ্বে সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নিজের ওয়েবসাইটে আরবি ও ইংরেজি দুই ভাষাতেই বিবৃতি প্রকাশ করেন তিনি।

এডব্লিওডিনিউজ ডট কম নামের ওই ওয়েবসাইট কুয়েতি দৈনিক আল কাবাসের বরাত দিয়ে এই মর্মে সংবাদ প্রকাশ করে যে, যুবরাজ তালাল ইসরায়েলের সঙ্গে যুদ্ধে যোগ দেবেন।

যুবরাজ তালাল তার বিবৃতিতে বলেন, ওয়েবসাইটটি আগেই তার সম্পর্কে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে।

এদিকে যুবরাজের বিবৃতি প্রকাশের পরও ওই ওয়েবসাইট মূল সংবাদটি সরিয়ে নেয়নি বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে যৌথভাবে কাজ করা পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মূল সংবাদ ও যুবরাজ তালালের বিবৃতি দুটোই প্রকাশ করেছে পাকিস্তানি এ সংবাদপত্র। নিউজম্যাক্স

আপনার মন্তব্য

আলোচিত