সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৫ ২২:৪৯

ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পাশে সৌদি আরব!

ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়তে একজোট হচ্ছে সৌদি আরব-ইসরায়েল।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়তে ইসরায়েল সব সময় পাশে পাবে সৌদি আরবকে-এমন মন্তব্য করেছেন সৌদি যুবরাজ আল ওয়ালেদ বিন তালাল।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে যেকোনও ধরনের আরব চক্রান্ত রুখতে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেনা সৌদি আরব। তালালের উদ্ধৃতি দিয়ে কুয়েতের জাতীয় দৈনিক আল কাবাস এ তথ্য প্রকাশ করে।

যুবরাজ বিন তালাল বলেন,‘ফিলিস্তিনের বিপ্লব রুখতে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নীতিগত সিদ্ধান্তের প্রতি সমর্থন রয়েছে আমার।

তিনি আরও বলেন, ‘আমি আমার সর্বশক্তি দিয়ে তেল-আবিবের বিরুদ্ধে যেকোনও আরব চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নেব, কারণ আমি মনে করি ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে তেল-আবিবের সঙ্গে সৌদি আরবের সর্ম্পক আরও শক্তিশালী করা জরুরি’।

এসময় ব্যবসায়িক এ উদ্যোক্তা সৌদি রাজ পরিবারের প্রতি ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে কৌশল নির্ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, যুবরাজ আল ওয়ালেদ বিন তালাল বর্তমানে সৌদি সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে কাজ করতে কুয়েত, বাহরাইন,কাতার, আরব-আমিরাত এবং ওমান সফরে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত