সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৫ ০১:৫৯

রামদেব ‘কালো’ বলে নোবেল পাননি!

নিজেকে বিশ্ব বিশ্ব-বঞ্চনার শিকার বলে অভিহিত করে ভারতের আলোচিত যোগগুরু রামদেব বলেছেন, তিনি বিশ্ব-বঞ্চনার শিকার। আর এ বঞ্চনার কারণ তার গায়ের রং।

গায়ের রং কালো বলেই তিনি এতদিন নোবেল পুরস্কার পাননি বলে দাবি করেছেন তিনি। গায়ের রং সাদা হলে অনেক আগেই তার ঘরে নোবেল পুরস্কার শোভা পেত।

যোগব্যয়াম নিয়ে যারা তার সমালোচনা করেন তাদের জবাব দিতেই অবশেষে মুখ খুললেন তিনি।

তবে কালো চামড়া বলতে তিনি কি বোঝেন সেটা এখনো জানা যায়নি। আর এটাও অজানা যে, এর আগে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তারা সবাই যে সাদা চামড়ার নন- সেটা রামদেবের জানা রয়েছে কিনা।

কারণ যাই হোক, সমালোচনায় চুপ না থেকে প্রতিবাদ করাই শ্রেয় মনে করছেন এই যোগগুরু। সম্প্রতি ভারতের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রামদেব বলেন, 'যদি আমি সাদা চামড়ার মানুষ হতাম, তা হলে যোগের ক্ষেত্রে আমার অবদানের জন্য এতদিনে নোবেল পুরস্কার পেতাম। কিন্তু আমায় দেওয়া হয়নি; কারণ আমার চামড়ার রং কালো।'

শুধু টিভি চ্যানেলেই নয়, সম্প্রতি ঝাড়খণ্ডে এক যোগ অনুষ্ঠানে দেওয়া ভাষণেও তিনি বলেন একই কথা।

যোগগুরু রামদেবের এই মন্তব্য নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এটাকে হাসির খোরাক হিসেবে দেখছেন অনেকেই। সূত্র: এই সময়

আপনার মন্তব্য

আলোচিত