ইন্টারন্যাশনাল ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৫ ১৯:২৯

রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংসে যুক্তরাষ্ট্র জড়িত!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করে বলেছেন রাশিয়ার যুদ্ধ বিমান ধ্বংস করতে যুক্তরাষ্ট্র তুরস্ককে সহযোগিতা করেছে।

তার অভিযোগ, রাশিয়ার যুদ্ধবিমানটির গতিপথ সম্পর্কে তুরস্ককে ধারণা দিয়েছিল যুক্তরাষ্ট্রই।

রাশিয়ান নেতারা যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্যে করে বলেছেন, যেহেতু আইএস কে ধ্বংস করার জন্য সম্মিলিতভাবে কাজ করছি। তাই এটা নিশ্চিত করতে হবে, আমাদের যুদ্ধবিমান যেন নিজেদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।

গত মঙ্গলবার রাশিয়ার এসিইউ-২৪ বোমারু বিমানটি ভূপাতিত করে তুর্কি বাহিনী।বিমানটির একজন পাইলটকে পরে গুলি হত্যা করা হয়। অন্য একজন পাইলটকে রুশ ও সিরীয় সেনা সদস্যরা উদ্ধার করে।

তুরস্কের দাবি, বিমানটি আকাশসীমা লঙ্গন করেছিল। তারা অন্তত দশবার এ ব্যাপারে সতর্ক করেছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আপনার মন্তব্য

আলোচিত