সিলেটটুডে ডেস্ক

১৭ মে, ২০২২ ২২:২৩

আসামে বন্যার পানির স্রোতে উল্টে গেল ট্রেনের বগি

গত কয়েকদিন ধরেই বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এরইমধ্যে বন্যার পানির স্রোতে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের অনেকগুলো বগির উল্টে যাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, আসামের ডিমা হাসাও জেলার হাফলংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ছবিতে দেখা যায়, বন্যায় ডুবে গেছে রেললাইন। সেখানে কাদা পানির স্রোত। এরই মধ্যে উল্টে আছে ট্রেনের কয়েকটি বগি।

ট্রেনের মধ্যে আটকে পড়েন দুই হাজারেরও বেশি যাত্রী। প্রায় ৪৮ ঘণ্টা পর দুই ট্রেনের প্রায় ২ হাজার ৮০০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বন্যার কারণে রোববার থেকে হাফলং-এর সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টি এবং ভূমিধসের কারণে গত শনিবার থেকে লামডিং-বদরপুর রুটে ১৮টি ট্রেন বাতিল হয়েছে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেললাইন মেরামতের কাজ।

এখন পর্যন্ত রাজ্যটিতে বন্যা ও ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে সাতজন নিহত হয়েছেন।

টানা বৃষ্টিতে রাজ্যটির ২০ জেলার ২ লাখের বেশি মানুষ আটকা পড়েছেন।

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) কর্মকর্তারা বলেছেন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আসামের কাছাড় জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।

এর আগে ডিমা হাসাও জেলায় চারজন এবং লখিমপুর জেলায় ভূমিধসে একজনের মৃত্যু হয়।

এখন পর্যন্ত কাছাড় জেলায় ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে মঙ্গলবারও ভারী বর্ষণের কারণে সতর্ক রয়েছে রেলওয়ে। রেল যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন।

আপনার মন্তব্য

আলোচিত