আন্তর্জাতিক ডেস্ক

২৯ মে, ২০২২ ১২:০০

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ার একটি গির্জায় কয়েকশত মানুষের সমাগমের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন।

শনিবার (২৯ মে) স্থানীয় সময় সকালের দিকে দেশটির দক্ষিণের রিভার রাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর রয়টার্সের।

ওই গির্জার গেইটে কয়েকশত মানুষ খাবার নিতে জড়ো হয়েছিলেন জানিয়ে ওই রাজ্যের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জো-কোকা বলেন, তারা সবাই একসঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে গেইট ভেঙে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।

আগে থেকেই সেখানে অনেকে জড়ো হয়েছিলেন, যাদের কেউ কেউ ধৈর্য্য হারিয়ে দ্রুত ভেতরে ঢোকার চেষ্টা করলে তা দুর্ঘটনায় রূপ নেয়, যোগ করেন তিনি।

ওই পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে।

গার্ডিয়ান নাইজেরিয়ার খবরে বলা হয়েছে, কিংস অ্যাসেম্বলি নামের ওই গির্জায় দরিদ্রদের বিনামূল্যে খাবার ও উপহার বিতরণের এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত