আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২ ১৩:০০

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৮, নিখোঁজ ১৫০

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮। এর বেশির ভাগই শিশু। সোমবারের (২১ নভেম্বর) ওই ঘটনায় আহত হয়েছেন এক হাজারের বেশি। এখনও নিখোঁজ দেড় শতাধিক। এছাড়া গৃহহীন হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানায়, মঙ্গলবার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

দেশটির পশ্চিম জাভার প্রায় সব হাসপাতাল ভরে গেছে ভর্তি হওয়া কোমলমতি শিশুতে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে বহু স্কুলভবন ধসে পড়ায় অনেক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

শক্তিশালী ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২২ হাজার ঘরবাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু অঞ্চল। সেই ধ্বংসস্তূপ সরাতেই এখন বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা।

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার ঘোষণা দেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।

তিনি বলেন, হতাহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। নিখোঁজদের জীবিত উদ্ধারে সব ধরনের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া আছে।

গত সোমবার দুপুরে শক্তিশালী ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটির সবচেয়ে জনবহুল জাভা প্রদেশে। পাহাড়ি এলাকা হওয়ায় অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে অনেক স্থানে রাস্তাঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হয় উদ্ধার তৎপরতা।

আপনার মন্তব্য

আলোচিত