সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০২৩ ১১:৩৮

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টার কাছে জর্জিয়ার হ্যাম্পটন শহরে বন্দুক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারীকে এখনও সনাক্ত করা যায়নি এবং সে পলাতক রয়েছে বলে সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন।

রবিনসন জানান, তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোনকলটি পান সকাল পৌনে ১১টার দিকে। ঘটনাটি ঘটেছে ডগউড লেক সাব-ডিভিশনের কাছাকাছি একটি এলাকায়, যেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপ্টিস্ট চার্চও রয়েছে।

তিনি জানান, নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক, তিনজন পুরুষ ও একজন নারী।

এদিকে হ্যাম্পটন পুলিশ বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হেনরি কাউন্টি পুলিশ বিভাগ, হেনরি কাউন্টি শেরিফ বিভাগ, হেনরি কাউন্টি হোমল্যান্ড সিকিউরিটি এবং হেনরি কাউন্টি ক্রাইম সিন ইউনিটের সহায়তায় এ ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছে হ্যাম্পটন পুলিশ বিভাগ।

হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট বলেছেন, হামলাকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি বলেন, হামলাকারীদের আমরা তাকে খুঁজে বের করব এবং পুলিশ হেফাজতে নিয়ে আসব।

সন্দেহভাজন সশস্ত্র হামলাকারীকে বিপজ্জনক বলে অভিহিত করে রেজিনাল্ড স্ক্যান্ড্রেট বলেন, সন্দেহভাজন হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনকেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত