আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৩ ১৩:৩৮

গাজার অ্যাম্বুলেন্স বহরে ইসরায়েলের হামলায় নিহত ১৫

গাজা উপত্যকায় অ্যাম্বুলেন্স বহরে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কুদরা বলেন, অ্যাম্বুলেন্স বহরটি গাজা সিটিতে অবস্থানকালীন প্রথম হামলাটি হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। গাজার আল–শিফা হাসপাতালের সামনে দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে শুক্রবার এসব তথ্য দেন তিনি।

এসব হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, এই অ্যাম্বুলেন্স বহরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যরা যাতায়াত করছিলেন। তবে ইসরায়েলে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আশরাফ আল–কুদরা।

শুক্রবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৮২৬ জন শিশু।

এদিকে, এ সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত