সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০২৪ ১২:৪৩

ক্যান্সারে নামিবিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মারা যান নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দেশটির ভাইস-প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা এক বিবৃতিতে বলেছেন, ‘মৃত্যুর সময় প্রেসিডেন্ট হেগে জিঙ্গোবের পাশে তার প্রিয় স্ত্রী মাদাম মনিকা জিঙ্গোস এবং তার সন্তানরা ছিলেন।’

বিবিসি বলছে, গত মাসে জনসাধারণের কাছে ৮২ বছর বয়সী এই নেতা ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেছিলেন। তার অফিস জানিয়েছিল, তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন।

হেগে জিঙ্গোব ২০১৫ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট হন। মৃত্যুর সময় তিনি তার দ্বিতীয় এবং চূড়ান্ত মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত বছর জিঙ্গোব তার শরীরে অস্ত্রোপচার করিয়েছিলেন। আর ২০১৪ সালে তিনি জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যান্সার থেকে বেঁচে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত