সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০২৪ ১৪:০৮

গাজায় যা ঘটছে তা গণহত্যা: শেখ হাসিনা

গাজায় যা ঘটছে তা গণহত্যা। আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। জার্মানিতে চলমান মিউনিখ নিরাপত্তা সম্মেলনের এক ফাঁকে সংমাধ্যমটিকে তিনি সাক্ষাৎকার দেন।

শেখ হাসিনা বলেন, ‘এরই মধ্যে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের জন্য কিছু সহায়তা পাঠিয়েছি। আমি বিশ্বের সবাইকে ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ জনগণকে সহায়তা করার আহ্বান জানাই।’

গাজার দক্ষিণে মিসর সীমান্তে ইসরায়েলের ঘোষিত স্থল অভিযানেরও গুরুতর বিরোধীতা করেছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র পাওয়ার অধিকার রাখে। ১৯৬৭ সালের জাতিসংঘের দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিনের জন্য একটি রাষ্ট্র গঠন করা প্রয়োজন।’

৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জার্মানিতে পৌঁছান। সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত