সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩১ মে, ২০১৬ ০৮:২৫

অভিযোগকারীকে দিয়ে জুতা পালিশ করাল পুলিশ

থানায় অভিযোগ করতে যাওয়া এক প্রবীণ অভিযোগকারীকে দিয়ে জুতা পালিশ করিয়েছে পুলিশকর্মীরা।

ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার চারথাওয়াল থানায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

পুলিশের এই কুকীর্তির ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলাপাড় শুরু হয়েছে গোটা ভারত জুড়ে।

ওই প্রবীণ ব্যক্তির নাম সিতু। মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় চারথাওয়াল থানায় অভিযোগ দায়ের করতে যান তিনি। তখন রোহতাস নামে এক পুলিশ সদস্য তার পেশা সম্পর্কে জানতে চায়। সিতু নির্বিকারে জানান তিনি জুতা পালিশ করেন। সঙ্গে সঙ্গে তাকে জুতা পালিশ করার নির্দেশ দেয় ওই পুলিশ। এরপর পুলিশের নির্দেশে জুতা পালিশ শুরু করেন সিতু।

এই ঘটনার দৃশ্য ভিডিও করেন থানায় আসা এক ব্যক্তি। পরে তিনি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। এরপর বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা নড়েচড়ে বসে।

জেলা পুলিশ সুপার সন্তোষ কুমার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি এমন কিছু ঘটে থাকে, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোহতাসের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছে। এক বিধবা অভিযোগ দায়ের করতে গেলে তাকে বিয়ের প্রস্তাব দেয় রোহতাস। এক ভিখারি চারথাওয়াল থানায় অভিযোগ করতে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেয় ওই রোহতাস। 

আপনার মন্তব্য

আলোচিত