আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০১৬ ১৬:৫৯

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের গুলিতে নিহত ১৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দজে তালেবানের হামলায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।

একই সঙ্গে আরও ১২ বাস যাত্রীকে অপহরণ করেছে তালেবান।

মঙ্গলবার (৩১ মে) এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

কুন্দজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সৈয়দ মাহমুদ দানিশ বলেন, তালেবানের গুলিতে ১৬ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আর ৩০ জনকে আটকে রেখেছে তালেবান।

তবে পুলিশ কমান্ডার শির আজিজ কামাল বলেন, এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা।

খবরে বলা হয়, প্রায় ২০০ যাত্রী নিয়ে কুন্দজের আলিয়াবাদ এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটিকে আটক করে তালেবানের সদস্যরা। পরে সবাইকে জিম্মি করে রাখা হয়।  

পুলিশ জানায়, এর মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কয়েকজনকে আটক করে রেখেছে তারা।

অপহৃতদের মধ্যে কোনো উর্দি পরা সৈন্য নেই। কিন্তু কয়েকজনের গায়ে পুলিশের ফরমাল ড্রেস ছিলো। 

সম্প্রতি মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হন। এরপর নত‍ুন নেতা নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই এ হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি।

আপনার মন্তব্য

আলোচিত