সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ জুন, ২০১৬ ১৩:১১

আত্মহত্যা বৈধ হচ্ছে কানাডায়

কানাডায় বহুল আলোচিত সুইসাইড বিলে অনুমোদন দিতে যাচ্ছে হাউজ অফ কমন্স। খবর ওয়াশিংটন পোস্টের।

হাউজ অফ কমন্সে এই বিলের পক্ষে ভোট দিয়েছে ১শ ৮৬ জন এবং বিপক্ষে ভোট দিয়েছে ১শ ৩৭ জন। তবে এই নতুন আইনের পক্ষে সিনেটের অনুমোদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

গত বছর কোনো ব্যক্তির আত্মহত্যার বিষয়ে চিকিৎসকের সাহায্যের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটির সুপ্রিম কোর্ট। এর পরপরই সরকার এ সংক্রান্ত একটি নতুন বিল প্রস্তাব করে।   

এ বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ এর পক্ষে আবার কেউ কেউ কঠোরভাবে এর বিপক্ষে অবস্থান করছেন। এই বিলের বিপক্ষে কঠোর অবস্থানে থাকা সিনেটের রক্ষণশীল নেতা ক্লাউডি কেরিগনান বলেন, এই বিল পাশ হওয়ার মত কোনো পথই নেই।

আর খুব শিগগিরই আত্মহত্যায় সাহায্যের দিন শেষ হবে বলে দাবী করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত